ঢাকা: আজ কোজাগরী লক্ষ্মী পুজোয় মায়ের আরাধনা হোক ঘরে ঘরে, সবার ঘরে আসুক সুখ ও সমৃদ্ধি। সনাতনীরা এটাই কামনা করেন।
দুর্গা পুজো হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পুজোর তোড়জোড়। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে।
আজ কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী পূর্ণিমার দিন ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার সকল সনাতনী পরিবার।
বাংলায় শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়।
বাঙালি হিন্দু ঘরে লক্ষ্মী পুজো এক চিরন্তন উৎসব। কমবেশি যে যেভাবেই পারেন, চাল কলা দিয়ে হলেও মা লক্ষ্মীর আরাধনা করেন। এমন নয় যে বিশাল বড় আয়োজন করতেই হবে।
এই দিনে বাঙালি হিন্দুরা বাড়িজুড়ে আল্পনা আঁকেন। চালের গুঁড়ো দিয়ে ডান হাতের অনামিকা আঙুলের সাহায্যে এই আলপনা আঁকা হয়।
ফুল, বিল্বপাতা (বেলপাতা), ফল, নাড়– দিয়ে লক্ষ্মীর পূজা হয়। এদিন সনাতন সম্প্রদায়ের নারীরা উপবাসব্রত পালন করেন। খিঁচুড়ি, ভোগ, প্রসাদ হয় বাড়িতে বাড়িতে। তাছাড়া থাকে নাড়ুর উৎসব।
