ঢাকা: আজ মহাষ্টমী! এই দিনে দেবী মহামায়া মহিষাসুর বধে পরাক্রম প্রদর্শন করেছিলেন।
অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠাই মহাষ্টমীর মূল বার্তা। মা দুর্গা সকলের অন্তরে জাগিয়ে তুলুন সেই অদম্য শক্তি।
সকাল থেকেই বিভিন্ন জায়গায় কুমারী পুজো শুরু হয়েছে। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, মাইকে স্তোত্রপাঠ। অষ্টমীর আনন্দই অন্যরকম।
দুপুরেই সন্ধিপুজো। অষ্টমী পেরিয়ে নবমীতে প্রবেশ। সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি।
সনাতনীরা গোটা বছর অপেক্ষা করে থাকেন দুর্গা পূজার জন্যে। মণ্ডপে মণ্ডপে বাড়বে রঙিন জামা-কাপড়ে সাজা মানুষের ভিড়।
বড়দের হাত ধরে থাকে কচি-কাঁচারা।
আজ দেবী দুর্গার পূজা হবে পাঁচ নৈবেদ্য— অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য দিয়ে। নির্জলা উপবাসে থেকে নারী-পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণরা একসঙ্গে দেবীকে অর্পণ করবেন পুষ্পাঞ্জলি।
হিন্দু শাস্ত্রমতে, সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত, অজাতপুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্যান্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়।