ঢাকা: আজ মহা নবমী, দেবী দুর্গার আরাধনার এক মহিমান্বিত দিন। মায়ের শক্তি সকলের জীবনে আনুক সাহস, জ্ঞান, মঙ্গল।
অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয়ে ভরে উঠুক সমগ্র সমাজ।
হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ। অষ্টমী পেরিয়ে আজ মহানবমী। নবমীর সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী।
মহা নবরাত্রিতে দেবীদুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। সারা বছরের অপেক্ষার আজ রাতে প্রায় অবসান। বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি।
তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে আকুতি জানায়। বাজতে থাকে একটাই সুর ‘ওরে নবমী-নিশি, না হইও রে অবসান’।
আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে বাড়বে ভক্তদের ভিড়। ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবীদুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
সকলের মঙ্গল হোক, জগতের মঙ্গল হোক এই কামনা করছেন সনাতনীরা।