ঢাকা: সব কটা জানালা খুলে দাও না..
আমি গাইবো গাইবো বিজয়েরই গান.
ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ..
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। নির্বাসিত লেখক তসলিমা নাসরিন স্মৃতিচারণ করেছেন সেই সময়ের। যে সময় তিনি বাংলাদেশে ছিলেন।
ভেরিফাইড ফেসবুকে তিনটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন- ‘জয় বাংলা বাংলার জয়’!
আজ দেশের পতাকা শকুন খামচে ধরেছে। সেই শকুন কারা তা দেশবাসী জানে। সেই ধর্মান্ধ শকুনেরাই একসময় দল বেঁধে তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলন করেছিলো।
মূলত নারী স্বাধীনতা, বিজয় উৎসব রাজাকার, মৌলবাদীদের জন্য নয়।
বিজয়ের গৌরবের পাশাপাশি আজ দুঃখের সঙ্গে বলতে হয়, ’৭১ এর পরাজিত শক্তি আবার উদ্যত।
বৈষম্যবিরোধী আন্দোলনের নামে প্রতারণার ফাঁদ পেতে পরিকল্পিত সন্ত্রাস ছড়িয়ে তারা অবৈধভাবে ক্ষমতা দখল করলো। পাঁচই আগস্ট প্রথমেই আক্রমণ হল বঙ্গবন্ধুর উপর।
বাঙালির মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশের বাড়িতে আগুন দেয়া হয়। পৈশাচিক উল্লাসে মেতে ওঠে শকুনেরা।
তবে সবকিছু ছাড়িয়ে বাঙালি কোনোদিন হারেনি, হারবে না। বাঙালি আজ উদযাপন করছে মহান বিজয় দিবস।
