ঢাকা: ক্রীড়াপ্রেমীদের খেলার খবর জানাটাই আসল। তাঁদের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় থাকে অনেক খেলা। তেমনি আজ বৃহস্পতিবার, ৯ অক্টোবর রয়েছে বেশকিছু খেলা।

চলুন দেখে নেওয়া যাক আজ টিভিতে কোন কোন খেলা রয়েছে।

ফুটবল:

রাত ৮টা, টি স্পোর্টস ও নাগরিক
বিশ্বকাপ বাছাই: ইউরোপ ফিনল্যান্ড-লিথুয়ানিয়া রাত ১০টা, সনি স্পোর্টস ২
মাল্টা-নেদারল্যান্ডস রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১
চেক-ক্রোয়েশিয়া রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ২
স্কটল্যান্ড-গ্রিস রাত ১২টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫

বিশ্বকাপ বাছাই: আফ্রিকা লাইবেরিয়া-নামিবিয়া রাত ১০টা, ফিফা প্লাস
মোজাম্বিক-গিনি রাত ১০টা, ফিফা প্লাস
সোমালিয়া-আলজেরিয়া রাত ১০টা, ফিফা প্লাস
অ-২০ বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্র-ইতালি রাত ১টা ৩০ মিনিট, ফিফা প্লাস

ক্রিকেট

এনসিএল টি-টোয়েন্টি ঢাকা বিভাগ-

রংপুর বেলা ১১টা ৩০ মিনিট, টি স্পোর্টস
চট্টগ্রাম-খুলনা বিকেল ৪টা, টি স্পোর্টস
নারী ওয়ানডে বিশ্বকাপ ভারত-দক্ষিণ আফ্রিকা বেলা ৩টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস সাংহাই মাস্টার্স বেলা ১টা, সনি স্পোর্টস ২

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *