ময়মনসিংহ: এই হচ্ছে ইউনূসের নতুন সংস্কার। রিসেট বাটনে টিপ দিয়েছেন তাই ট্রেন বগি ছাড়াই চলছে। ইউনূসীয় ম্যাজিকে দেশ দিশেহারা।
ট্রেনগুলোর অবস্থা নেই, কিন্তু রেল বিভাগের কোনো দায় দায়িত্ব নেই এইসব নজরদারি করার।
এর আগেও এমন ঘটনা প্রচুর ঘটেছে।
এবার ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
তবে বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও কিন্তু ট্রেন থেমে থাকেনি। ম্যাজিক কাজে লাগিয়েছে ঠিক যেমন মোবাইলের টর্চ দিয়েই চলেছিলো ইঞ্জিন।
বগি বিচ্ছিন্ন হলেও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
শনিবার রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটে।
অজুহাত যতই দিক, দেশটা সবদিক থেকে খুবলে খেয়ে ফেলেছে ইউনূস গং। এখন ওরা জঙ্গী চাষ আর টাকা ছাড়া কিছু বোঝে না।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়।
এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের অন্য বগিগুলো নিয়ে ইঞ্জিন দুই কিলোমিটার চলে যাওয়ার পর চালক ঘটনাটি বুঝতে পারেন।
পরে ট্রেনটিকে পুশব্যাক করে রেখে যাওয়া বগির কাছে নিয়ে এসে হুক ঠিক করে পুনরায় জোড়া লাগানো হয়। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
