চট্টগ্রাম: কালুরঘাট ব্রিজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনায় একজন পিতা হারালেন তার চোখের মণিকে,সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে তিনি আকাশ কাঁপানো কণ্ঠে বিলাপ করছেন।

চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর ট্রেনের ধাক্কায় সংঘটিত দুর্ঘটনাটি তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনায় প্রাথমিকভাবে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যাদের বরখাস্ত করা হয়েছে তাঁরা: পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল (টি নং-৫৩০), সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নম্বর -৭২৩) এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।

দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামি তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়েছে। ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *