ঢাকা: ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেছেন সর্বস্তরের মানুষ। সবার চোখ অশ্রুসিক্ত।

আজ শনিবার সকাল ১১টায় তাঁর মরদেহ শহীদ মিনারে আনা হয়।
জাতীয় কবিতা পরিষদ জানিয়েছে, শহীদ মিনার থেকে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে নেওয়া হবে। সেখানে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

আজ ১১ অক্টোবর, সকাল ১১টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত দেশবরণ্যে কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে কেঁদেছেন মুক্তচিন্তকরা।

আজ ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার এইমাত্র বিকাল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা পর ২০১৮ সালে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *