ঢাকা: এখন দেশের সর্বত্র কেবল অস্ত্রের ঝনঝনানি। এটাই হয়তো চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। শান্তির পরিবর্তে অস্ত্রের আওয়াজে কেঁপে উঠুক দেশটা। যা চেয়েছিলেন, তাই হচ্ছে।
পুলিশ হত্যা, মেট্রোরেলে অগ্নিসংযোগ, থানায় অগ্নিসংযোগ—এসব সংঘটিত করেছে রাষ্ট্র ও সমাজবিরোধী চিহ্নিত কিছু গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক চিন্তা ও কর্মকাণ্ডে লিপ্ত।
এভাবে ধীরে ধীরে বহু চাপা সত্য প্রকাশিত হচ্ছে।
অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র কী উদ্ধার হয়েছে? এর মধ্যে পাকিস্তান থেকে এসেছে ভুরি ভুরি! অস্ত্র, গুলি এগুলো এখন সহজলভ্য দেশে।
এবার বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সূত্রে জানা গিয়েছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
যারা গৃহযুদ্ধের ঘোষণা দিয়েছিল, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চেয়েছিল তাদের ধরলেই তো দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়। তবে সেসব আশা নিমাই।
বনলতা এক্সপ্রেস এই ট্রেনটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। এটি শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে বিরতিহীনভাবে চলাচল করে।
রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এইসব অস্ত্র উদ্ধার করা হয়।
ঘটনায় নতুন করে আশঙ্কা আবার দেখা দিয়েছে। আসলে দেশে কেন এত অস্ত্রের প্রয়োজন হলো হঠাৎ করে? কী হচ্ছে ভিতরে?
