ঢাকা: দেশ বিক্রি করে, জাতীয়তা বিক্রি করে আমেরিকার মন‌ গলালেন ইউনূস! শুল্ক কমানো মানে ইউনূসের ষড়যন্ত্রমূলক খেলা। তার কিছু নমুনা দেখতে পাচ্ছে জনগণ। কিছু এখনই পাচ্ছে না।

এককথায় বললে, আমেরিকা ধুরন্দর! ইউনুস তার সহায়ক!

জনগণকে শুল্কের জুজু দেখিয়ে সুযোগে ২৫টি বোয়িং বিমান বিক্রি করে নিলো! উচ্চ মূল্যে গম বিক্রি করে দিলো! অন্যদিকে অপ্রকাশিত থাকবে এমন সব চুক্তি করে নিলো!

ইউনূস তো মসনদে এসেছেনই দেশ বিক্রি করার জন্য। তাঁর কাছে দেশপ্রেম শুধু বুলি ছাড়া আর কিছু নয়।

সবকিছুর বিনিময়ে এখন ২০+আগের ১৫ = ৩৫ শতাংস শুল্ক ঘোষণা দিলো অথচ আগের বছর শুল্ক ছিলো ১৫ শতাংশ।

শুল্ক আগের জায়গায় আনেনি আমেরিকা, তার থেকে বরং বাড়িয়েই রাখলো। আবার ইউনূসের মাথায় কাঁঠাল ভেঙে খেলো। ইউনূস খেতে দিলো কারণ লোভ।

মূলত এখানে আমেরিকা আর ইউনূসের খেলা আরো গভীরে। শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ,আমেরিকার সাথে এমন চুক্তি করেছে যা কখনো পাবলিক করা হবে না। সেই চুক্তিতে অনেক দেশবিরোধী শর্ত আরোপ করা হয়েছে।

চীনের বলয় থেকে দূরে রেখে বাংলাদেশকে পুরোপুরি আমেরিকামুখী করতে যত প্রকার শর্ত দেওয়া যায়,তার সবই আমেরিকা দিয়েছে।

এছাড়াও,সম্ভবত বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস করার অনুমতি দেওয়ায় আমেরিকার মন আরো কিছুটা গলেছে।

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এর আগে বাংলাদেশকে পাঠানো এক চিঠিতে দেশটির ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন।

তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাবিত হার থেকে ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ২০% কার্যকর করার ঘোষণা দেওয়া হলো।

বর্তমানে গড় শুল্কহার ১৫ শতাংশ। ফলে নতুন ২০ শতাংশসহ মোট শুল্ক দাঁড়িয়েছে ৩৫ শতাংশে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *