ঢাকা: আওয়ামী লীগ ফিনিক্সের মতো। উঠে দাঁড়াবেই, রুখে দাঁড়াবেই। আওয়ামী লীগ যখন হোঁচট খায় তখন একসঙ্গে খায়! যখন উঠে দাঁড়ায়, রুখে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, একসঙ্গেই দাঁড়ায়। মাটির দল এটি।

আওয়ামী লীগ সংগঠিতই। শুধু ডাকের অপেক্ষা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সাবলীল, শক্ত করে সবাইকে নিয়ে গড়ে উঠছে লীগ।

এবার গ্রেপ্তার করা হলো আওয়ামী লীগের ২ নেতাকে। প্রতিদিন এভাবে গ্রেপ্তার করা হচ্ছে নেতাদের। কোনো মামলা‌ না‌ থাকলেও গ্রেপ্তার হচ্ছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাবেলের ব্যক্তিগত সহকারী (পিএস) ও উপজেলা আওয়ামী লীগ নেতা আজাহারুল ইসলাম টিটু (৪৪)

এবং ময়মনসিংহ মহানগর মজিব সেনা কমিটির সভাপতি ও নগরীর নতুন বাজারের নবাবী রেস্টুরেন্টের মালিক মাহাবুবুল ইসলাম মাহাবুব (৪৮)।

ময়মনসিংহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে তাঁরা কী সন্ত্রাস করেছেন তা কারো‌ জানা নেই।

এদিকে, মালয়েশিয়ার কিংবদন্তী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।

আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ৯৮ বছর বয়সী এই প্রবীণ নেতা।

তিনি বলেন, “হাসিনার মত ডায়নামিক লিডার হয় নাকি! বাংলাদেশ উঠে যাচ্ছিল, তা থামিয়ে দেয়া হয়েছে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *