ঢাকা: শ্রমিকের ছদ্মবেশ ধরে নাশকতামূলক কাজকর্ম!? কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়ার আদালতে দুই প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা জানিয়েছে, দুই বাংলাদেশি মো. মামুন আলীর বয়স ৩১ বছর। রেফাত বিশাতের বয়স ২৭ বছর। আজ শুক্রবার তাদের আদালতে হাজির করা হয়।

শ্রমিক হিসাবে কাজ করতে এসে মালয়েশিয়ার মাটিতে জঙ্গী কর্মকাণ্ড চালানো হচ্ছিলো। এরা যায় শ্রমিকগিরি করতে, অথবা দেখায় শ্রমিক, হয় জঙ্গী!

মামুনের বিরুদ্ধে ‘সাইফুল্লাহ আলম’ নামে ফেইসবুক অ্যাকাউন্ট খুলে আইএসকে সাহায্য করার অভিযোগ রয়েছে।

মালয়েশিয়ার দণ্ডবিধি অনুযায়ী, এ অভিযোগ প্রমাণ হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের জেল, সঙ্গে জরিমানা হতে পারে।

আর অন্য মামলায় রেফাতের মোবাইল ফোনে আইএসের পতাকার একটি ছবি পাওয়ার অভিযোগ আনা হয়েছে।

মালয়েশিয়ার আইনে এ অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা হতে পারে।

শুনানির সুবিধার জন্য একজন দোভাষী নিযুক্ত করার আদেশ দিয়েছে মালয়েশিয়ার সেশনস কোর্ট। আগামী ১২ সেপ্টেম্বর আবার মামলাগুলো আদালতে উঠবে।

উল্লেখযোগ্য যে, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ার পুলিশ প্রধান মোহাম্মদ খালিদ ইসমাইল জুলাই মাসের শুরুতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আটক ওই বাংলাদেশিরা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন।

একটি চক্র গড়ে তুলে তারা অন্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যে থেকে সদস্য বাড়াচ্ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘উগ্রবাদী মতাদর্শ’ ছড়াচ্ছিলেন।

মালয়েশিয়া পুলিশের ভাষ্য, এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে ‘আইএসের জন্য’ অর্থ পাঠাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *