খাগড়াছড়ি: এই সরকার এসে পণ্ডিতি করে জেল থেকে আসামি ছেড়ে দিয়েছে আর এখন তামশা দেখছে।
এখনো কারাগার থেকে উধাও হয়ে যাচ্ছে আসামি! কী এক অদ্ভুত তামাশার দেশ চলছে!
খাগড়াছড়ি জেলা কারাগারের দেওয়াল টপকে দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
হাস্যকর সাথে আতঙ্কিত হওয়ার মতো ব্যাপার এগুলো।
দেখা যায়, আসামি পালানোর পর স্থানীয়দের সহায়তায় শহরের টিঅ্যান্ডটি গেটের সামনে থেকে রাজিবুল হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ তো ইউনূসের পোষ্য। হাত পা লেজ গুটিয়ে থাকা ছাড়া ওদের আর কোনো কাজ নেই।
রবিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।
মোটামুটি সন্ধ্যা হয়ে আসার সুযোগ নিয়ে কারাগারের দক্ষিণ পাশের দেওয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। নিরাপত্তা রক্ষী কোথায় ছিলো? জবাব নেই!
এরা পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে রাজিব হোসেনকে আটক করে পুলিশ।
তবে পালিয়ে যাওয়া শফিকুল ইসলামকে এখনো ধরতে পারেনি অথর্ব পুলিশ।
পালিয়ে যাওয়া দুই আসামি হলো, খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)।
