ঢাকা: জুয়া সিন্ডিকেট, মাদক সন্ত্রাসীদের সংখ্যা বেড়েই চলেছে দেশে। বাড়ছে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।

মাদক সন্ত্রাসীদের কাছে পুলিশরাই গুলিবিদ্ধ হয়ে পড়ছে, সাধারণ মানুষের তাহলে নিরাপত্তা কোথায়?

ঢাকার পল্টন এলাকায় ‘মাদকবিরোধী অভিযানে’ গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন গোয়েন্দা পুলিশের দুইজন সদস্য।

বুধবার রাত পৌনে ১টা নাগাদ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকের সড়কে একটি প্রাইভেটকারকে থামতে বললে ভিতর থেকে আরোহীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে।

গুলি গিয়ে লাগে এএসআই আতিক হাসানের পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজনের বাঁ পায়ের হাঁটুতে।

দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে এবং তিনজনকে আটক করা হয়েছে।

দেশে জুয়া, মাদকের টাকা জোগাড় করতে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে জুয়ারিরা ও মাদক সেবনকারী মাদক সন্ত্রাসীরা।

সাথে পাচার কারবার তো আছেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *