ঢাকা: মাথায় টুপি মুখে দাড়ি রেখে ইসলামের বেশ ধরে যখন চোরাকারবারি করে তখন ইসলাম ধর্মের অবমাননা হয়না? যত দোষ সব হিন্দু ধর্মাবলম্বীদের বেলায়?

মাদ্রাসায় দাড়ি টুপি পরা সুন্নতি হুজুরদের কাছে প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষিত হচ্ছে শিশুরা! তবুও কোনো পদক্ষেপ নেই!

এবার ফের দুইজন চোরাচালানের সাথে যুক্ত থাকা আটক করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল আন্তর্জাতিক চোরাচালান চক্রের কৌশল। পাঞ্জাবির পকেটে লুকিয়ে আনা হচ্ছিল প্রায় এক কেজি স্বর্ণালঙ্কার।

মঙ্গলবার দুপুরের এই ঘটনায় আটকরা হলেন- মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন দুপুর ২টায় বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপি এলাকায় ওই দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে এপিবিএনের একটি দল তাদের আটক করে।

তাঁদের এপিবিএনের অফিসে নিয়ে এসে শরীর তল্লাশি করা হয়।

হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

দুজনের কাছে থাকা সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে উদ্ধার স্বর্ণালংকারগুলো বাংলাদেশে নিয়ে আসে তারা।

তাদের কাজ ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সোনা সংগ্রহ করে সেগুলো বিমানে করে বাংলাদেশে পৌঁছে দেওয়া।

তবে সুটকেস, ব্যাগ ব্যবহার করে নয়।
তারপর বিমানবন্দরে বিশেষ কৌশল অবলম্বন করে গোপনে বের করে দেওয়ার ব্যবস্থা করতেন সিন্ডিকেটের অন্য সদস্যরা।

আর এই দুইজন ব্যক্তি,যাদেরকে দেখলে পাঁচ ওয়াক্ত নামাজি বলে মনে হয়, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সোনা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।

ইসলামে সুদ কারবার হারাম। অথচ সেই সুদের কারবারী ডক্টর ইউনুস!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *