চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় মর্মান্তিকভাবে দুই যুবকের মৃত্যু হলো। বিদ্যুতের ছিঁড়ে দুই যুবক মারা গেছে।

বুধবার (২২ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— কচুয়ায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাচা মিয়ার ছেলে মিনহাজ (২২) এবং খরনা ইউনিয়নে ভাড়া বাসায় থাকা রং মিস্ত্রি মিন্টুর ছেলে ফাহিম (১৬)।

স্থানীয়রা ঘটনা সম্পর্কে জানায়, মৃত রমিজ আহমদের ঘরের জন্য বালু নিয়ে যাওয়ার সময় একটি পিকআপ গাড়ির সঙ্গে লেগে বিদ্যুতের তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে যায় আচমকা।

ঘটনাসোবিদ্যুৎপৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। তবে স্থানীয়রা তাদের কোনো সহায়তা করতে পারেনি কারণ দুর্ঘটনার সময় বিদ্যুতের লাইন সচল ছিলো।

পরে বিদ্যুৎ বন্ধ হলে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় আরো একজন আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন আছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *