গাজীপুর: এলাকাটি ক্রমেই মহাবিপজ্জনক হয়ে উঠেছে। গাজীপুরে সড়ক আটকে গাড়িতে ডাকাতি, কুপিয়ে-পিটিয়ে হত্যা করা হলো দুজনকে হত্যা।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সড়ক আটকে ডাকাতির সময় কুপিয়ে ও পিটিয়ে দুজনকে হত্যা করা হয়। আটক করা হয় চারজনকে ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাত ৩টার দিকে মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর বাজার মাজার এলাকায়।
আঞ্চলিক সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাত দলের হামলায় সিএনজি চালক আবুল কালাম (৪০) এর মৃত্যু হয়।
মারা গেছে ডাকাত দলের সদস্য আরিফ হোসেন (৩০) ।
আটক করা হয়েছে চার জনকে। ডাকাতি করার সময় ডাকাত দলের সদস্য শাকিল (২৫), রিপন মিয়া (১৯), তাহসিম মিয়া (১৮), আবুল কালাম (২৭) কে আটক করেছে শ্রীপুর থানার পুলিশ।
মুহাম্মদ ইউনূসের আমলে ডাকাতি থেকে শুরু করে সমস্ত অনিরাপদ কাজ হয়ে চলেছে। ৫ আগস্টের পর দেশের জনগণের নিরাপত্তা বিসর্জন গিয়েছে।
এর আগে গাজীপুরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি হয়েছে। ডিআইজি যেখানে নিরাপদ নন,সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়!