মিরপুর: বাংলাদেশের চারদিকে কেবল জাল, আর জাল। ষড়যন্ত্র চারদিকে বিছিয়ে রয়েছে। বিছিয়ে রেখেছেন মহাজন ইউনূস।

এবার মিরপুর ট্রাফিক বিভাগের অভিযানে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা পাওয়া দুই ব্যক্তি হলো: হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

মিরপুর-ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে, সোমবার (৪ আগস্ট ২০২৫) মিরপুর-ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় দুজন ব্যক্তি ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে এলে তাদের জমা দেওয়া জিডি, পুলিশ ক্লিয়ারেন্স কাগজে জাল সিল ও স্বাক্ষর ধরা পড়ে।

দেশে সব জাল হয়। কিছুর অভাব নেই।

আটককৃতরা স্বীকার করে, তারা বিআরটিএ কাছের একটি কম্পিউটার কম্পোজর দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছিলেন।

তবে, তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আনে।

ঘটনায় জব্দ করা হয়েছে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য কিছু সরঞ্জাম।

দালাল চক্র,চুরি, ডাকাতি, ছিনতাইর আখড়ায় পরিণত হয়েছে বাংলাদেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *