চট্টগ্রাম: চুরি চামারি, ছিনতাইয়ের হার মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এই এক বছরে। ডক্টর ইউনূস এত ক্ষমতালোভী একজন ব্যক্তি, তিনি দেশের প্রতি, সততার প্রতি কোনো দৃষ্টি না দিয়ে বাংলাদেশটাকে উচ্ছন্নে নিয়ে গিয়েছেন।

এবং অপরাধচক্র বাড়ছে তার কারণ ইউনূসের প্রশ্রয়। পুলিশ প্রশাসনের সামনে চুল ছিনতাই মব হচ্ছে, কোনো আইনী পদক্ষেপ নেই।

এবার আবারো চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমসহ দুজন যাত্রীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।

রবিবার (২০ জুলাই) রাতে আটক যাত্রীরা দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪৪ নম্বর ফ্লাইটে দেশে ফেরেন।

অপরাধীদের নাম—ফেনীর মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের মোশাররফ হোসেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বলেছেন, ‘রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে ১৬৫ কার্টুন মন্ড ব্র্যান্ডের বিদেশি সিগারেট এবং ২,০৭৬টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘চোরাচালান প্রতিরোধে এনএসআই ও কাস্টমসের যৌথ নজরদারি ও অভিযান আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।

আটক দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে তাদের জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।’

ঘটছে এই এক বছরে একের পর এক অপরাধ,অথচ অপরাধীদের কোন তথ্যই নেই ঢাকা বা অন্য থানাগুলোয়!

এদিকে, এক একজনের মরাল পুলিশগিরি করতে আসে। বিচারকের মাথায় টুপি, মুখে সুন্নতি দাড়ি। কিন্তু বিচার কোথায়?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *