ভোলা: ভোলায় মর্মান্তিক এক ঘটনা ঘটে গেলো। প্রাইভেট টিউশনি পড়ে বা‌ড়ি ‌ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ হারালো দুই স্কুলছাত্র।

মর্মান্তিক ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ভোলার চরফ্যাশন উপ‌জেলার ওমরপুর ইউনিয়নের মুখারবান্দা এলাকার তৈয়ব মাস্টার বা‌ড়ির সাম‌নে।

দুই ছাত্রেরই বয়স ১৫।

নিহতরা হলো- ভোলার চরফ্যাশন উপ‌জেলার ওমরপুর ইউনিয়‌নের ১ নম্বর ওয়ার্ডের মো. ফ‌রি‌দ উদ্দি‌নের ছে‌লে মো. জিহাদ (১৫) এবং একই ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের আলিগাঁও গ্রা‌মের মো. রিয়াজ হো‌সে‌নের ছে‌লে মো. জুবা‌য়েদ (১৫)।

ধানক্ষেতে ইঁদুরের উৎপাত বাড়ছিলো। জাহাঙ্গীর আলম তার ধানক্ষে‌তে বেশ ক‌য়েক ‌দিন আগেই ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈ‌রি ক‌রেন।

কে জানতো এমন অঘটন ঘটবে। সোমবার বি‌কে‌লে জিহাদ ও জুবা‌য়ের পড়া শেষ করে বা‌ড়ি ফির‌ছি‌ল।

সেই তারে কোনোক্রমে জ‌ড়ি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *