বরিশাল: সড়ক দুর্ঘটনায় প্রতি বছর যেন মৃত্যুর হার বেড়েই চলেছে। নতুন বছরেও প্রাণ হারালেন দুজন।

বরিশাল নগরীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার রাত পৌনে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী এলাকার উকিল বাড়ি সড়কের সামনে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে।

দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) ও রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)।

নিহতদের সহকর্মী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী জিহাদ জানিয়েছেন, ‘রাতে অফিস শেষ করে জুয়েল ও রাসেল নাস্তা করতে মোটরসাইকেলে রুপাতলী বাস টার্মিনালের দিকে রওয়ানা দেন।

এ সময় ঝালকাঠিগামী মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক প্রবল গতিতে এসে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দেয়। এতে দুইজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরেই ট্রাক রেখে চালক ও হেলপার পলাতক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *