ঢাকা: শেষমেশ গমচুরি! বাংলাদেশের বিরুদ্ধে গমচুরির অভিযোগ ইউক্রেনের।
মুহাম্মদ ইউনূস এখন মুখ লুকোবেন কোথায়?
বিশ্ব রাজনীতিতে তো তাঁর মুখ দেখানোর উপায় নেই এমনিতেই, এবার আবার গমচুরি!
ইউকে সফরে গিয়েছেন, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দেখাই করলেন না তার সাথে।
কূটনৈতিক দিক থেকে সেই ঘটনার ধাক্কা কাটতে না কাটতেই এবার পশ্চিমের আরও এক দেশ থেকে এল ধাক্কা!
ক্ষিপ্ত এবার ইউক্রেন।
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনের বেশ কিছু অঞ্চল থেকে সংগৃহিত গম, বাংলাদেশের বেশ কিছু প্রতিষ্ঠান আমদানি করছে।
বাংলাদেশ চুরি করছে গম। এই অবস্থায় ইউক্রেনের আর্জি, চুরির এই গম আমদানি করায় বাংলাদেশের ওই প্রতিষ্ঠানগুলির ওপর যাতে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপিয় ইউনিয়ন।
চুরি হওয়া গম আমদানি না করার জন্যে বহুবার বার্তা দেয়া হয়েছে ঢাকাকে। সতর্কও করা হয়েছে, তারপরও এই চুরির গম আমদানির বাণিজ্য বন্ধ করেনি বাংলাদেশ। কিয়েভ চটেছে।
সেই কারণেই এবার অন্য পথে বাংলাদেশের বিরুদ্ধে হাঁটতে বাধ্য হচ্ছে ইউক্রেন।
দিল্লিতে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের তরফ থেকে বাংলাদেশের বিদেশ মন্ত্রীকে চিঠি পাঠানো হয়েছে।