ঢাকা: অধিকারের দাবী উঠছে একের পর এক মহল থেকে। তবে দাবি পূরণ তো করার কোনো তাগিদ নেই, বরং টুঁটি চিপে ধরার জন্য সদা প্রস্তুত ইউনূস।
কাজ না হলে জঙ্গী বাহিনী দিয়ে মব করিয়ে প্রতিবাদ থামাবেন।
এবার সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সোমবার, ৭ জুলাই দুপুর ১১টা থেকে মহাখালীর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন।
তাঁদের দাবি ‘স্বতন্ত্র ইউনানী‑আয়ুর্বেদিক কাউন্সিল’ গঠন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন-‘এক দফা এক দাবি, স্বতন্ত্র কাউন্সিল চাই’ এবং ‘অবৈধ চিঠি বাতিল চাই’।
তারা বলছেন, দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার। স্বতন্ত্র কাউন্সিল ছাড়া আমাদের পেশাগত রেজিস্ট্রেশন অনিশ্চিত।
শিক্ষার্থীরা বলেন, আমরা ইউনানী‑আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির স্বীকৃত ছাত্র। আমাদের সনদ, ইন্টার্নশিপ ও একাডেমিক প্রশিক্ষণ এমবিবিএস সমমান হলেও এখনও পেশাগত মর্যাদা পাইনি। তাই চাকরি ও উচ্চশিক্ষায় বঞ্চিত হচ্ছি।
জুবায়ের আহসান নামের একজন বলেন, বাংলাদেশে শতাব্দী প্রাচীন ইউনানী‑আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত।
গ্রামীণ অঞ্চলের ৮০ শতাংশ মানুষ প্রাথমিক চিকিৎসায় এর ওপর নির্ভর করে। তবু আজও আমরা বৈষম্য, অবহেলা ও নীতিগত অচলের শিকার।