ঢাকা: অন্তবর্তী সরকার অপমান করছে। ইউনূসের আমলে অপমানিত হচ্ছেন, অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
তিনি বলেন, “অনেকভাবে আমাদের অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে। কিন্তু, এবার যেভাবে অপমান করছে, এটি ইতিহাসে লেখা থাকবে।”
শনিবার রাজধানীর ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মঞ্জু বলেন, ‘অনির্বাচিত সরকার’ এখন সরকার চালাচ্ছে।
“আমাদের দুঃখ লাগে, এই দেশে যারা রাজনীতি করেছে, এদেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদের বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে?
“নন-গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন-গভর্নমেন্ট। তাহলে তো চলার কথা না। সে প্রথমে বলে দিয়েছে, যে আমি চালাচ্ছি না। উপদেশ দিচ্ছে কারা, যারা এই দেশে বসবাস করতেন না।”
মঞ্জু বলেন, “এখন রাজনীতি কোথায় আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ১৮ কি ২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয় জীবন থেকে রাজনীতি শুরু করেছি।
পাকিস্তানের অন্যায়, শোষণ, অবজ্ঞা-এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি; স্বাধিকারের জন্য। সেটি এক পর্যায়ে স্বাধীনতার রূপ গ্রহণ করল।
“আমরা বিপ্লব করে, পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছি। এখন আমরা যে বাংলাদেশ করলাম, এটা দিয়ে আবার একটা বিপ্লব হচ্ছে। সংস্কার করছে।”