চট্টগ্রাম: এবার চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসীদের গুলি, ধারালো অস্ত্রের হামলায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
এই ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী কালিনগর গ্রামে।
সন্ত্রাসী হামলায় যারা আহত হয়েছেন তাঁরা হলেন, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রফিক আহমদ (৫০), তাঁর ছেলে মিজবাহ উদ্দিন মিশাল (২৩), মো. ফয়সাল (২৬)।
জানা গেছে, সোমবার রফিক উদ্দীন দুই ছেলেসহ ব্যক্তিগত কাজ শেষ করে মনুফকির বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন।
বাড়ির কাছকাছি কালা গোদা নামক স্থানে পৌঁছলে সশস্ত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে রফিক ও তার ছেলে আহত হয়ে চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা এগিয়ে এসে তাদের আবার দা দিয়ে কোপায়।
এ সময় ছেলে ফয়সাল ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা তাকেও গুলি ছুঁড়ে।
পরে স্বজনরা আহতদের দ্রুত উদ্ধার করে পুলিশের সহায়তায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও সেখানে চিকিৎসা সেবা না নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডা. নাদিম তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠান।