ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, গত মঙ্গলবার রাষ্ট্রদূত গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গেও বৈঠক করেন।

বৈঠকে কমিশনের সদস্য সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলানও উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে ভারতবিরোধীরা বলতো ভারতীয় দালাল। তবে ভারত বা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি করেননি, ভারত সাহায্যই করে গেলো প্রতিবেশী দেশকে। আর শেখ হাসিনা দেশকে বিক্রি করেননি।

ইউনূস কী করছেন?

এরা কি সবাই আমেরিকার দালাল? এখন কয়জন বলছেন ইউনূসকে?

স্বাধীনতার তেপান্ন বছর পর আবার আবির্ভূত হয়েছে মীর জাফররা।

তারা বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম, সেন্টমার্টিন ও রাখাইনে করিডোরের ব্যবস্থা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলিয়ে দিতে যাচ্ছে আর তাই বিদেশি রাষ্ট্রদূতের বাসভবনে আগমন ও সাক্ষাৎ বেড়ে গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *