ঢাকা: বাংলাদেশের জন্য বিশাল বড় দুঃসংবাদ। ভিসা দেয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র। ইউনূসের এমনই ক্যারিশমা। বন্ধু দেশও এখন পাত্তা দেয় না।
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান-সহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন বিদেশ দফতর। ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মার্কিন বিদেশ দফতরের বিবৃতিতে বলা হয়েছে, “ট্রাম্প প্রশাসন আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতে বদ্ধপরিকর। যারা আমেরিকান জনগণের অর্থ ও কল্যাণমূলক প্রকল্পের উপর নির্ভর করতে চান, তাদের প্রবেশ রুখতেই এই পদক্ষেপ।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
ট্রাম্প সরকার জানিয়েছে, এই তালিকায় সেই সব দেশের নাম রয়েছে, যাদের নাগরিকরা আমেরিকায় গিয়ে সরকারি সাহায্য নেন। তার মোকাবিলায় আবেদনকারীদের যাচাই বাছাই প্রক্রিয়ায় পরিবর্তন আনছে মার্কিন যুক্তরাষ্ট্র।
উল্লেখযোগ্য যে, ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শীর্ষক তালিকায় কোন দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে সবচেয়ে বেশি সরকারি সহায়তা নিয়েছেন তার মধ্যে ১৯তম স্থানে ছিল বাংলাদেশ।
