ঢাকা: সাধারণ মানুষকে কি দিয়েছেন ইউনূস? দখলদার ইউনূসের অপশাসনে মানুষের রুদ্ধশ্বাস উঠছে।

বাজারে কোনো জিনিসে হাত দেয়ার উপায় নেই।

সারাদেশে দ্রব্যমূল্যের অসহনীয় উত্থানে মানুষের জীবন নাজেহাল হয়ে গেছে। চাল, ডাল, তেল সবকিছুর দাম অস্বাভাবিক হারে বাড়াচ্ছে ইউনূসের অবৈধ সরকার।

কাঁচাবাজারে কেজি প্রতি সবজির দাম ১০০ টাকার নিচে পাওয়াই যাচ্ছে না। আয় তো নেই, ব্যয় বেড়েই যাচ্ছে।

সড়কে চাঁদাবাজি তো আছেই। দেশটা লণ্ডভণ্ড একেবারে।

বিভিন্ন কারণে রাজধানীতে সবজির বাজার চড়া। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে সবজি পরিবহনে সড়কে কয়েক দফা ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়।

সব মিলিয়ে কৃষক থেকে রাজধানীর খুচরা বাজারে সবজি আসতে আসতে সবজির দাম তিন-চার গুণ বেড়ে যায়।

দেখা গেছে, বগুড়ার মহাস্থান হাটে কৃষকরা পাইকারিতে শীতের আগাম সবজি শিম বিক্রি করছেন মানভেদে ২৭ থেকে ৪০ টাকা কেজি, কিন্তু রাজধানীর মহাখালী কাঁচাবাজার, রামপুরা, বাড্ডা, জোয়ারসাহারাসহ বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে মানভেদে ১৬০ থেকে ২২০ টাকা। রাজধানীর খুচরা বাজারে দাম চার থেকে পাঁচ গুণ বেশি।

বগুড়ার কৃষকরা পাইকারিতে বেগুন বিক্রি করছেন প্রতি কেজি ২৭ থেকে ৪০ টাকা।

বর্তমানে বাজার তদারকিতে সরকারের নজর নেই। আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে বাজার তদারকি করত, এখন মনে হচ্ছে বাজারের মনিটরিংটা কমে গেছে।

এতে পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্য সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। মনিটরিং ছাড়া আপাতত বাজারকে ঠিক রাখা সম্ভব হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *