ঢাকা: সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার ২১ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাঁকে।
তবে জঙ্গী ইউনূসের জমানায় সাংবাদিক হঠাৎ উধাও হয়ে গেছেন, বিষয়টি মোটেও ভালো ঠেকেনি জনগণের কাছে, পরিবারের কাছে।
বন্ধু বান্ধব যারা ছিলেন তাঁরা সবাই ফেসবুকের লিখছিলেন বিভুরঞ্জন এমন মানুষ ছিলেন তাঁর সাথে কারো শত্রুতা থাকার কথা না। এই নিখোঁজ হওয়াটা খুব অস্বাভাবিক ছিলো!
অতঃপর মানুষজনের ভয়, সন্দেহটাই সত্যি হলো! আজ কিছুক্ষণ আগে মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বর্তমান জঙ্গী হিন্দু বিরোধী সরকার রাষ্ট্রীয় মদদে সুক্ষ্মভাবে সংখ্যালঘু নিধনে নেমেছে।
বিভুদা বাংলাদেশের সৎ, সাহসী সাংবাদিক ছিলেন। তাঁকে কে হত্যা করলো? এর আগে সাংবাদিকদের কারা হত্যা করেছে?
জীবনের শেষ লেখায় কেন তিনি লিখলেন ” সত্য লিখে বাঁচা সহজ নয়”? ঘটনাগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া এত সহজ নয়! ভীষণ কঠিন সময় বাংলাদেশে!
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ পাঠান বলেছেন, শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে ষাটোর্ধ্ব এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।
নৌ পুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায়।
রমনা থানায় করা জিডির সঙ্গে বিভুরঞ্জনের যে ছবিটি পরিবার দিয়েছিল, তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানায় মুন্সীগঞ্জের পুলিশ।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন চাকরি করতেন ‘আজকের পত্রিকা’য়। এর বাইরে বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন।
ভীষণ সৎ মানুষ ছিলেন।