জামালপুর: রিসেট বাটন কর্মসূচি চলছে বাংলাদেশে।‌রিসেট বাটনে চাপ দিয়েছেন দখলদার ইউনূস সাহেব।

দেশকে আমূল পরিবর্তন করার যজ্ঞে নেমেছেন। যে রিসেটে থাকবে শুধু রাজাকার, ধর্ষক, জামাত শিবির, জঙ্গী বাহিনী!

কারণ এদের নিয়েই ইউনূসের রাজত্ব। চারদিকে সাঙ্গপাঙ্গ রেখে নিশ্চিন্তে রাজত্ব করছেন। কিছু হলে মব উস্কানি দিয়ে মেরে ফেলছেন। এইতো চলছে বাংলাদেশ!

জামালপুরে বিজয় চত্বর ভেঙ্গে ফেলা শুরু।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সারাদেশের মত জামালপুরেও নির্মাণ করা হবে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ।

জুলাইতে যে জঙ্গীগোষ্ঠী মারা গিয়েছে তাদের নামে হবে জুলাই চত্বর। আগামি প্রজন্ম জানবে বাংলাদেশে জঙ্গী হামলার ধারাবিবরণী।

আজ মঙ্গলবার সকাল থেকে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটার স্থাপনাটি ভাঙা শুরু হয়।

আমরা বাঙালি যতটা সহজে ভাঙতে পারি ততটা গড়তে পারিনা। আর ভাঙ্গার প্রশ্নে বাহবা দেই।

যে বাইপাসের মধ্যে এই চত্বরটি বসানো হয়েছে সেই বাইপাস রাস্তাটুকুও ভেঙে ফেলা উচিত কারণ এটা আওয়ামী লীগের আমলে হয়েছিল যার অবদান মির্জা আজমের।

আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের সব স্মৃতিই তো শেষ, এইটুকুই আর বাকি কেন? জঙ্গী প্রধান ইউনূস সব পারেন।

পদ্মা সেতু আওয়ামী লীগের করা, ভেঙে ফেলা হোক পদ্মা সেতু, ভেঙে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হোক মেট্রোরেল এটা আওয়ামী লীগের আমলে রয়েছে। আমরা বাঙালি গড়ার চেয়ে ভাঙার চিন্তা বেশি করি!

এর বেশি আর কী বলতে পারি? রিসেটে তো ভাঙা ছাড়া গড়া কিছু দেখা গেলো না?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *