ঢাকা: গাজার শিক্ষার্থীদের ভিসার অনুমতি বাতিল করল ইউনূস সরকার!
১৩০ ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভিসা বাতিল। ফলে শিক্ষার্থীদের জীবন ঝুঁকিতে পড়লো স্বাভাবিকভাবেই।
শুধু আমেরিকাকে খুশি করার জন্য কি এই সিদ্ধান্ত?
জনগণ ধিক্কার জানাচ্ছে এমন সিদ্ধান্তের। তাঁরা বলছেন, সামান্য কয়েকজন শিক্ষার্থীদের ভিসা বাতিল করে কি তাদেরকেও মৃত্যুর মুখে ফেলে দেয়া হলোনা?
ফিলিস্তিন থেকে প্রতিবছর বাংলাদেশ প্রচুর শিক্ষার্থী আসতো পড়াশোনা করতে বিশেষ করে মেডিকেল সেক্টরে।
কিন্তু প্রফেসর ইউনুস এবার ফিলিস্তিন শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছেন।
বাংলাদেশে বৃত্তি নিয়ে পড়াশোনা করতে আসা ১৩০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীর ভিসা হঠাৎ বাতিল হয়েছে, যা তাদের শিক্ষাজীবনকে গভীর অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলো।
গাজা যুদ্ধ থেকে বাঁচতে এবং উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বাংলাদেশে আসা এই শিক্ষার্থীদের অনেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন।
ফিলিস্তিনি শিক্ষার্থীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অফ প্যালেস্টাইন স্টুডেন্টস ইন বাংলাদেশ (GUPSB) জানিয়েছে, শিক্ষার্থীরা যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালিয়ে নতুন জীবনের আশা নিয়ে এসেছিল, কিন্তু এই সিদ্ধান্ত তাঁদের স্বপ্ন একেবারে ভেঙে দিয়েছে।