ঢাকা: ঢাকার হাজারীবাগে একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।তাঁদের মধ্যে একটি শিশুও রয়েছে।
শনিবার সন্ধ্যায় পানির ট্যাংক পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণে বাবা-মেয়েসহ চারজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রমিক রয়েছেন।
দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাঁরা হলেন ওই বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তাঁর মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮), ফারিয়া সুলতানা (৩) এবং শ্রমিক বেলাল হোসেন (৩৬)।
পরিষ্কার করার সময় জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটে যায় এবং চারজনই দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তবে দগ্ধদের অবস্থা ভালোই আছে। জিয়া উদ্দিনের শরীরের ৪ শতাংশ পুড়েছে। বেলাল হোসেনের ১৭ শতাংশ, ফারিয়ার ৫ শতাংশ এবং রাফিয়ার শরীরের ৬ শতাংশ পুড়ে গেছে।
সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।