সিলেট: মূল অপরাধী গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার হয় নির্দোষেরা। দেশের অবস্থা এমনই হয়েছে।

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে একটি এক নলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল, পাঁচটি নন ইলেকট্রিক ডেটোনেটর, ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার ৮ নম্বর তোয়াকুল ইউপির তোয়াকুল বাজারস্থ ‘মায়ের হাসি ক্লিনিকের’ পূর্ব পাশে টাওয়ারের নিচ থেকে এইসব জিনিস উদ্ধার করা হয়।

আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যদিও অভিযানের পর কয়েক দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকগুলো কারা সেখানে রেখে গেল এবং কী উদ্দেশ্যে এসব আনা হয়েছিল—সে বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান শুরু করে র‌্যাব।

আর কেবল অস্ত্র উদ্ধার করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, ঘটনার পেছনে মূল অপরাধীকে গ্রেপ্তার না করলে, আইনের আওতায় না আনলে এভাবে অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ হবে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *