ঢাকা: বিএনপি খুন, চাঁদাবাজি, দুষ্কৃতিকর্মে নিজেদের পুরোপুরি ডুবিয়েছে। ক্ষমতায় যারা যেতে চায় তারা ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষুদ্র বিশ্বাসটুকু হারিয়েছে। যদিও বিএনপির কোনো বিশ্বাস নেই।
বিএনপি ৪৫ বছর নিজের সন্তানের মত জামায়াতকে পালন পোষণ করে, কোলেপিঠে বড় করেছে।
স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে রাজনীতি করার জন্য সাহস-শক্তি যুগিয়েছে।
এখন সেই সন্তান বড়সড় হয়ে তাদেরকেই কামড় দিতে চায়, তাদের নেতা জিয়াউর রহমানের ছবিকে পদদলিত করে অপমান করে, তাদের ভাই তারেক জিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করে!
এখানে ভিন্ন একটি উদাহরণ টানার ইচ্ছা ছিলো, সেটা আর নাই বা লিখলাম।
বিএনপির এখন নিজের গায়ে যখন পা পড়েছে, তখন অনুভব করছে।
জিয়াউর রহমান যে-সাপ পুষেছিলেন সেই সাপ এখন দংশন করছে। তার বিষজ্বালা সহ্য করার ক্ষমতা নেই বিএনপির।
বিএনপি কর্মসূচি করে মান সম্মান ঢাকতে চাইছে, যদিও সে ক্ষমতা তাদের নেই।
এবার কষ্টের অনুভবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাফ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াতে ইসলামী দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।
এজন্য তার প্রতি জামায়াতের কৃতজ্ঞতা থাকা উচিত। কিন্ত জামায়াতের সেই কৃতজ্ঞতাবোধ নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপির বিরুদ্ধে নানা বিষোদগার করছে, বিএনপিকেই ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর শহরের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, দেশ নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে, তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে।
তিনি এসময় বিএনপির সকল স্তরের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
দেখা যাক, সময়ের সাথে কতটুকু আগ বাড়ে সব।