ঢাকা: নিশ্চয়ই মাহিন সরকার সিনিয়র কোন নেতার আস্থাভাজন হয়ে উঠতে পারেননি। আস্থাভাজন বলতে তেল দিতে পারেননি।
তাই পছন্দ হয়নি সাথে সাথেই বহিষ্কার আদেশ।শিবিরের সাথে তার ভালো সম্পর্ক ছিলো।
কোনরকম শেকজ ছাড়াই মাহিন সরকারকে বহিষ্কার করা নিয়ে চারদিকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে।
মাহিন সরকার নিজে তার অবস্থান তুলে ধরে ফেসবুক পোস্টে জানান দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কথা। কি বললেন মাহিন সরকার? তার পোস্ট হুবহু তুলে ধরা হলো।
মাহিন সরকার লিখেছেন, ‘মাহিন সরকারের তার অনাগত সন্তানের কাছে বলার মতো গল্প আছে। মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে তার রক্ত দিয়ে রাঙিয়েছে।
গানপয়েন্টে ৬ জন সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের পর মাহিন সরকার বলেছিলো ‘মানি না’। মাহিন সরকারসহ চারজন সমন্বয়কই বাকি সমন্বয়কদের বৈধতা দিয়েছে।
মাহিন সরকার পিলখানা হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ন্যায়বিচারে মাঠে নেমেছিলো, কেউ আসেননি পাশে। আজকে কোনো কারন দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করে দিলেন।
সর্বোপরি, মাহিন সরকার তাদের একজন যার হাতে অভ্যুত্থানের ব্যানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিলো। অন্তত আমার কথাগুলো বলার সুযোগ দেওয়া উচিত ছিলো।
যদি গুরুতর আর্থিক অনিয়ম কিংবা চারিত্রিক স্খলনের মতো অভিযোগ থাকে তারপরও সংগঠনসমূহে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়।
আমি সে সুযোগও পাইনি, এটা সামগ্রিকভাবে নবগঠিত রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর হয়ে গেলো। আমি সবসময়ই বিশ্বাস করি বিজয় আসমান থেকেই আসে, জমিনে তার প্রতিফলন হয় মাত্র।’