ঢাকা: টোকাই দল এনসিপি সংবিধান বিরোধী কথাবার্তায় দেশকে উত্তেজিত করে রাখছে।

জঙ্গী দল বলে, হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান এই বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান হবে।

চাঁদাবাজদের গুরু নাহিদ ইসলামের মুখে এবার ফের জুলাই সনদের কথা। একাত্তর বিরোধী সংলাপে এরা ভরপুর।

ভোটের অনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ, আসন অনুযায়ী নয়। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, মৌলিক সংস্কারের রূপরেখা থাকতে হবে জুলাই সনদে। উচ্চ কক্ষ ভোটের আনুপাতিক হারে হতে হবে, আসন অনুসারে হওয়া যাবে না।

এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ সাক্ষর হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাহিদ। এ বিষয়ে ঐকমত্য আসার পরই জুলাই সনদে সাক্ষরের বিষয়টি বিবেচনা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *