ঢাকা: ২০২৫/২৬ এ কেন নির্বাচন দেবে বা হবে এটা ইউনুসও জানেননা।
অনিশ্চিত একটা নির্বাচনকে সামনে রেখে চলছে কাঁদা ছোড়াছুড়ি।
নির্বাচন নিয়ে বড় বড় কথা শোনা যাচ্ছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, “ভোটের দুই মাস আগে একদম পুরা ডিটেইলস জানায়ে দেব কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে। সুতরাং একটু ধৈর্য ধরেন। প্লিজ ওয়েট অ্যান্ড সি। যথাসময়ে আপনারা জানতে পারবেন আমাদের প্রস্তুতির বিষয়ে।”
সোমবার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘রিপোর্টার্স ফোরাম ফর ডেমোক্রেসির’ (আরএফডি) ফল উৎসব ও সাংবাদিক অ্যাক্সেস কার্ড প্রদান অনুষ্ঠানে কথাগুলো বলেন সিইসি।
পুলিশের ভাবমূর্তি ফেরাতে চান তিনি।
পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে নাকি জঙ্গীদলের ভাবমূর্তি নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি গোটা বিশ্বে।
বিশ্ব দেখেছে অভ্যুত্থানের নাম করে এরা কীভাবে পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে।
জামাত, বিএনপির কথায় গ্রেপ্তার করতে না চাইলেই পুলিশকে ট্যাগ দিয়ে দেয়া হচ্ছে তারা আওয়ামী লীগের।
এই সৎ ভাবমূর্তি জঙ্গী বাহিনী বদলাতে চায়। তাই জামাত শিবিরকে এখন ১২০ টাকায় চাকরি দেয়া হচ্ছে।