ঢাকা: মিথ্যাবাদী, রাজাকার স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যেমন তিনি নির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী!
মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে ছাড় দেবেন না কিন্তু এনসিপি ও অন্যান্য দল চাঁদাবাজী ও মানুষ হত্যা করলে ছাড় এবং এর জন্যেও দোষী লীগ!?
নাকি? এইরকমই তো ব্যাপার স্যাপার ঘটছে দেশে!
আওয়ামীলীগ ৫২ এর ভাষা আন্দোলনের দল, আওয়ামীলীগ ৬ দফার দল, আওয়ামীলীগ ৬৯ এর গণআন্দোলনের দল, আওয়ামীলীগ ৭০ এর নির্বাচনের জয় করার দল আওয়ামীলীগ ৭১ এর মহান মুক্তিযুদ্ধের দল আওয়ামীলীগ ৭২ এর সংবিধান নির্মাণকৃত দল– আর রাজাকাররা এই মাটির দলকে গণতন্ত্রের বাণী শোনায়!
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইহলে কোনভাবেই ছাড় পাবে না।
৫ আগস্টের পর দেশটাকে কে লণ্ডভণ্ড করেছে? ৫ আগস্টের পর দেশটাকে কারা ধর্ষণ করছে? তাদের ১০০% ছাড়! যত দোষ নন্দ ঘোষ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের কথা বলেন।
পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই।
পুরো দেশটা চাঁদাবাজি মাদক কারবারি বদমাইশি ছিনতাইকারীর আখরায় পরিণত হয়ে গেছে । তিনি তো সেগুলো দেখেন না। আওয়ায়ী লীগকেই চোখে দেখেন কেবল।
বলেন, আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।