ঢাকা: আওয়ামী লীগকে যত দাবিয়ে রাখার চেষ্টা করবে জঙ্গী রাজাকাররা আওয়ামী লীগ তত আগুনের গতিতে বাড়বে। এই মাটির দলকে ঠেকাবে রাজাকারেরা?
এই পর্যন্ত এরা যতগুলো ঝটিকা মিছিল করেছে একটা মিছিলে কি নাশকতা করেছে? তাহলে এদের ধরে দিলে পুরষ্কার কেন?
এতে রাষ্ট্র বা জনগণের লাভ কি? লাভ তো বিএনপি জামাতের! এই পুলিশ কি পুলিশ না রাজনৈতিক নেতা?
এত পুলিশ যে মেরে ঝুলিয়ে দেয়া হলো জুলাই দাঙ্গায়, কোথায় একটা বিবৃতিও তো এলো না? উল্টো জামাতি পুলিশ এখন জনগণের পেছনে হাত ধুয়ে লেগেছে!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরতে পারলে প্রতিজনের জন্য পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ মিছিল করলেও, নাশকতা, মানুষ হত্যা কি করছে?
আওয়ামী লীগ কি সন্ত্রাসী? যে ধরতে পারলে পুরস্কার?
ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে তারা এই বিষয়ে জানে না। এগুলো সবটাই বানোয়াট কথা!
রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ‘স্বাভাবিকভাবে আমাদের কোনো সদস্য ভালো কাজ করলে আমরা সেটি উৎসাহিত করি। এক্ষেত্রে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার প্রবিধান আইনিভাবে রয়েছে। কাজে উৎসাহিত করার জন্য তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করার বিধান রয়েছে।’
তালেবুর রহমান আরও বলেন, ‘তবে বিশেষভাবে কোনো একটি বিষয়ে কাজের জন্য পুরস্কৃত করার বিষয়টি আমার জানা নেই। যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার বিধান আমাদের রয়েছে এবং এটা আমরা আইনের ভেতরে থেকে নিয়মের মধ্যে করে থাকি।’
এই উপ-পুলিশ কমিশনার বলেন, রাজধানীতে ডিএমপির ৬ শতাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। যেগুলো আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়।
এর বাইরে গুলশান, বনানী, বারিধার এবং নিকেতন সোসাইটি অংশে এলওসিসি (ল অ্যান্ড অর্ডার কমিউনেশন কমিটি) নিজস্ব উদ্যোগে প্রায় ১২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যেগুলো সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা প্রদানের জন্য কাজ করছে এবং অপরাধ নিয়ন্ত্রণে অনেকাংশে ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘দুটি মিলে সর্বসাকুল্যে ২ হাজারের অধিক সিসিটিভি ক্যামেরা সক্রিয় রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সিসিটিভি ক্যামেরার আওতা আরও বাড়ানোর জন্য, যা অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা পালন করবে।’