ঢাকা: গ্লোবাল সিটিজ ইনডেক্স বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোর অর্থনীতির আকর্ষণীয়তার একটি সার্বিক চিত্র উপস্থাপন করেছে।
অনেক সূচকের উপর নির্ভর করে এটি পরিমাপ করা হয়।
প্রতিবেদনে অর্থনীতি, মানবসম্পদ, জীবনমান, পরিবেশ, শাসন ব্যবস্থা—এ পাঁচ সূচকে একটি শহরের মূল্যায়ন করা হয়েছে।
এক্ষেত্রে দেখা গেছে, অর্থনীতিতে বাংলাদেশের র্যাংকিং ১০০০ শহরের মধ্যে রয়েছে ৩০৬ এ।
মানবসম্পদে ১৭৪, জীবনমানে ৭০২, পরিবেশে ঢাকার স্থান ৯১৪ এবং শাসন ব্যবস্থায় ৮৭৩।
অক্সফোর্ড ইকোনমিকসের গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৫-এ বিশ্বের ১৬০টির বেশি দেশের এক হাজার শহর অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর মধ্যে ঢাকাসহ অন্তর্ভুক্ত থাকা বাংলাদেশের অন্যান্য শহরগুলো স্কোর অনুযায়ী হচ্ছে—রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া।
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও এখানে অনেক বেশি।
নদীভাঙন, পানির স্বল্পতা, কৃষির পরিবর্তনসহ নানা কারণেই বাস্তুচ্যুত মানুষ ঢাকায় এসে জড়ো হয়।
ফলে ঢাকার বাজারে ভোক্তার সংখ্যা বাড়ছে। তাই এখানে যেকোনো ব্যবসা দিলেই কোনো রকমে টিকে থাকা যায়।
এত বিপুলসংখ্যক মানুষ ঢাকায় জড়ো হওয়ার কারণে শহরটির অর্থনৈতিক গুরুত্ব বেড়েছে।
তবে রয়েছে পরিকল্পনার অভাব। এর ফলে অর্থনৈতিকভাবে আকর্ষণীয় শহর হিসেবে ঢাকা ভালো অবস্থানে উঠে আসতে পারছে না।
জনসংখ্যার গতি দিনে দিনে বাড়ছে তো বাড়ছেই, এর কোনো সুষ্ঠু সমাধান আর করে না সরকার। জনগণ বেড়ে উঠছে এভাবেই।
