ঢাকা: হোয়াটসঅ্যাপ ছাড়া আজকাল চলে না। হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করেন।
ভাবুন তো হোয়াটসঅ্যাপ যদি ফেসবুক স্টাইলের হয় দেখতে কত ভালো হবে?
সেসব চিন্তা করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আসছে নতুন চমক। এতদিন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে কভার ফটো দেওয়ার সুবিধা ছিল।
এবার সাধারণ ব্যবহারকারীরাও সেই এক সুবিধা লাভ করতে পারবেন। তাঁদের জন্যও সেই একই ফিচার চালু করতে যাচ্ছে মেটা।
ফেসবুকে যেমন প্রোফাইল, কভার ছবি দেয়া যায় তেমনি এখন হোয়াটসঅ্যাপেও প্রোফাইল ছবির উপরে কভার ইমেজ যোগ করা যাবে সহজেই।
ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক বা বিটা পর্যায়ে রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা, খুব তাড়াতাড়ি সবার কাছে আপডেটটি পৌঁছে যাবে।
ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর প্রোফাইল দেখতে আরও আকর্ষণীয় হবে।
শুধু কভার ফটো নয়, এর সঙ্গে আসছে নতুন গোপনীয়তা সেটিংসও। ব্যবহারকারীরা নিজের মতো ঠিক করতে পারবেন, তাদের কভার ফটো কে দেখতে পাবেন।
তিনটি বিকল্প দেওয়া হবে এক্ষেত্রে ব্যবহারকারীকে।
সবাই (Everyone) – কভার ফটো সবাই দেখতে পাবেন, এমনকি কনট্যাক্টে না থাকলেও।
শুধু আমার কনট্যাক্ট (My Contacts)
– যোগাযোগ তালিকায় যারা থাকবেন ব্যবহারকারীর তাঁরাই কেবল দেখবেন।
কেউ না (Nobody) – কেউ কভার ফটো দেখতে পাবেন না।
এই গোপনীয়তা সেটিংস স্ট্যাটাস ও প্রোফাইল ছবির মতোই কাজ করবে।
ডব্লিউএবিটাঅইনফো (WABetaInfo)-এর তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণ ২.২৫.৩২.২-এ কিছু পরীক্ষকের জন্য ফিচারটি রোল আউট করা হয়েছে।
যদিও অনেকের ফোনে এটি এখনো দেখা যাচ্ছে না, কারণ এটি এখন উন্নয়নের খুব প্রাথমিক ধাপে রয়েছে।
