ঢাকা: দুর্গা পূজা শেষে চলে এলো কালী পুজো।

এই বছর – অর্থাৎ- ২০২৫ সালে ২০ অক্টোবর, সোমবার, কার্তিক অমাবস্যা তিথিতে শ্যামা পুজো হবে।

বাংলাদেশ ভারত বলে নয়, কালী পুজোর দিন হিন্দুরা সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। কালীপুজোর দিন বাজিও ফাটানো হয়।

কচিকাঁচারা মাতে আনন্দে।

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও বাড়িতে বা মণ্ডপে তো বটেই মৃন্ময়ী প্রতিমা নির্মাণ করে পূজো করা হয়।

মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো করা হয়।

ঢাকার সিদ্ধেশ্বরী কালীমন্দিরে প্রতি বছর কালীপুজো হয়। পুজো উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম ঘটে।

এছাড়াও মুন্সিগঞ্জের শেখর নগরে একটি ঐতিহ্যবাহী পুজো হয়। এটি শ্রী শ্রী রক্ষাকালী পুজো নামে পরিচিত।

বেশ কয়েকটি প্রাচীন শ্যামাপুজো হয় এই দেশে। সাতক্ষীরা জেলার শ্যামনগরে রয়েছে যশোরেশ্বরী কালী মন্দির। ৫১ শক্তিপীঠের অন্যতম এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।

এছাড়াও ময়মনসিংহ জেলার অন্যতম পুরনো মন্দির হল বড় কালী বাড়ি মন্দির। নবাব আলিবর্দী খাঁ-এর আমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের বিগ্রহ পাওয়া গিয়েছিল ব্রহ্মপুত্র নদে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *