ঢাকা: বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। ৫০ ওভারের বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশ ওই একটি ম্যাচই জেতে।
অবশ্যই জয়ের লক্ষ্যেই মাঠে নামবে টাইগ্রেসরা, পরিষ্কার জানিয়ে দিলেন নিগার সুলতানা।
তিনি বলেন, ‘মাঠে যখন নামি ফাতিমা সানাকে (পাক অধিনায়ক) আমি চিনি না। কারণ, সে তো আমাকে আউট করার চেষ্টা করবে। যখনই আমি তার বিপক্ষে মাঠে নামি তাকে আমি বন্ধু হিসেবে দেখি না, দেখি প্রতিপক্ষ হিসেবে।’
শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও স্টার স্পোর্টসে।
এখন পর্যন্ত মোট ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে বাংলাদেশের জয় ৭টি ম্যাচে। পাকিস্তান জিতেছে ৮টি ম্যাচ আর বাকি একটি ম্যাচ টাই হয়েছে।
আইসিসি ডিজিটালে দেওয়া এক সাক্ষাৎকারে টাইগ্রেস ব্যাটার শারমিন আক্তার সুপ্তা বলেন, ‘(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে।’