ঢাকা: মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ তথা শেখ হাসিনার কন্যা।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ২৪তম বার্ষিক আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সম্মেলনে “মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৫” গ্রহণ করেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক, সায়মা ওয়াজেদ পুতুলকে ২৪তম বার্ষিক আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সম্মেলনে (24th Annual International Mental Health Conference) “Mental Health Award 2025” প্রদান করে সম্মানিত করা হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এই সম্মাননা তাঁর অমূল্য অবদান ও রূপান্তরমূলক নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়েছে।
এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলসহ বৈশ্বিক মানসিক স্বাস্থ্য খাতে ভবিষ্যৎ গঠনে তার গভীর প্রভাবের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।
থাইল্যান্ডের পাবলিক হেলথ মন্ত্রণালয়ের মেন্টাল হেলথ বিভাগ, জিত্তাভেজসার্ত সংক্রাও ফাউন্ডেশন এবং সোমদেত চাওপ্রয়া মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ব্যাংককের আইকনসিয়াম-এ এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সায়মা ওয়াজেদ অত্যন্ত মেধাবী একজন ব্যক্তিত্ব। তিনি একজন বিশেষজ্ঞ। তাঁর অবদানের জন্য পুরস্কারটি পেয়েছেন।
পুরস্কারপ্রদান অনুষ্ঠানের বক্তব্যে বলা হয়, “সায়মা ওয়াজেদের অনন্য নেতৃত্ব, মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি, সাংস্কৃতিক প্রেক্ষাপটের গভীর উপলব্ধি এবং মানসিক স্বাস্থ্য নীতিতে অভূতপূর্ব অবদানকে সম্মান জানিয়ে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
পুরস্কার গ্রহণের সময় সায়মা বলেন, “২০ বছর আগে আমি যখন এই যাত্রা শুরু করি, তখন মানসিক স্বাস্থ্য পরিস্থিতি একেবারেই ভিন্ন ছিল। এই দীর্ঘ পথচলায় যারা আমার সঙ্গে ছিলেন, তাদের পক্ষ থেকে আমি এই সম্মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”