সিলেট: ব্যাপক লুটপাট ও পরিবেশের ধ্বংস করে ছেড়ে দিয়েছে জঙ্গী দলগুলো।
বিগত এক বছরে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি ।
সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য প্রায় বিলীন—সাদা পাথর ও স্বচ্ছ নদীর দৃশ্য এখন কালের ফাঁদে ।
ঘোর প্রশাসনের উদাসীনতা ও প্রভাবশালী মহলের দখলদারিত্ব। কে দেখে কাকে?
১ বছর থেকে পাথর লুট হচ্ছে তখন কোন হুঁশ ছিলো না এখন দুদক আসছে পাথর উদ্ধার করতে।
এতোদিনে এই পাথর দিয়ে বিল্ডিং করে বাড়ির মালিক বাসা ভাড়া পাওয়া শুরু করে দিয়েছে। অদ্ভুত চাপে এই বাংলাদেশ! আর সবচেয়ে বড় চোর তো পুলিশ র্যাব সেনাবাহিনী, কারণ সব জায়গায় সব দুর্নীতির খবর জেনেও এরা প্রশ্রয় দিয়ে চলেছে।
সিলেটে সাদাপাথর লুটপাটে জড়িত প্রভাবশালীদের নাম তো আলোচনায়, কিন্তু তাতে কী? এঁদের গ্রেপ্তার তো দূরের কথা, তাঁদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হয়নি।
তবে ইউনূসের পুলিশ বলছে, পাথর লুটের ঘটনায় যাঁরা শনাক্ত হচ্ছেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল শনিবার সদর ও গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৫ হাজার ৫০০ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর বাইরে কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান হয়।
গত চার দিনে তিন উপজেলায় সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়।
জানা গিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিকভাবে তৈরি করা ১০৩ জনের একটি নামের তালিকা প্রথম আলোর কাছে এসেছে।