ঢাকা: এই উপদেষ্টা নামক অপদেষ্টার কথার কোনো তালমিল পাওয়া যাচ্ছে না। আসলে এঁরা সনাতন ধর্মকে ছোট করে খুব তৃপ্তি পান।

তিনি একবার বলেন পুজোয় মদ গাঁজার আসর বসানো যাবে না, সারা বছর দুর্গা পূজার জন্য সনাতনীরা অপেক্ষা করে কী মদ গাঁজা খাওয়ার জন্য?

এটা তো মাদ্রাসা নয় যে ধর্মের আড়ালে ধর্ষণ হবে!

আবার তিনি বলেন সন্ধ্যা ৭ টার আগে বিসর্জন দিতে হবে।

এমন উপদেষ্টা হয়তো আগামিকাল আবার বলবেন দেশে জঙ্গি বেড়ে গেছে যেকোনো সময় পুজোর মন্ডপে হামলা চালাতে পারে তাই এবছর হিন্দুরা দুর্গা পূজা করতে পারবে না।

সনাতনীদের পুজোর পাঁচটা দিন যে নিরাপত্তা দেবে সেই পুলিশও তো জামাত শিবির, এই সরকারের সেই ক্ষমতাও নেই। পুলিশ প্রশাসন সেনা থেকে শুরু করে সরকার মৌলবাদী গোষ্ঠী কেউই চায় না হিন্দুরা এই দেশে থাকুক, পরিষ্কার কথা হচ্ছে এটাই।

স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নির্দেশনা দিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপূজাকে ঘিরে আয়োজিত এক আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিসর্জনের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে।

তিনি জানান, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পূজামণ্ডপ বা পূজার আয়োজক কমিটির পক্ষ থেকেও এবার উদ্বেগের কিছু জানানো হয়নি।

তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সারাদেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।

তা যদি নিরাপত্তার অভাব নেই, তাহলে এত বাঁধাধরা নিয়ম কেন? স্বরাষ্ট্র উপদেষ্টা একজন মিথ্যাবাদী, কস্মিনকালেও বাংলাদেশ এমন ব্যক্তিত্ব দেখেনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *