ঢাকা: বিএনপি চাপে, চরম চাপে! বিএনপি এখন চরম দুশ্চিন্তায়!

জামায়াত ঠেকাবে, না চরমোনাইয়ের ঝড়? এনসিপি তো দেখা যাচ্ছে উত্তরে দাবানল তুলে ফেলেছে!

যদিও এইসব চাঁদাবাজ, ডাকাতের দলকে জনগণ গণনায় ধরে না।

এলাকায় এলাকায় বিএনপি চাঁদাবাজি, খুন-ধর্ষণে লিপ্ত—জনগণ অতিষ্ঠ!

বিএনপির পাশে এখন দু-একটা ঝুটা পার্টি ছাড়া কেউ নেই!

বিএনপি চাঁদার জন্য সোহাগ হত্যা করছে এর বিচার হয়নি কেন? জনগণের প্রশ্ন থাকছে!

সে নিয়ে অবশ্য ইউনূস বা বিএনপির কোনো সাড়া নেই।

এবার মাইলস্টোন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কী বললেন ?

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আকতারের পরিবারের আক্ষেপ শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নিহতের পরিবার আক্ষেপ করে যে কথাগুলো বলছে তা অত্যন্ত সত্য।

কারণ আজ রাষ্ট্রের দায় অনেক। রাষ্ট্র এত সাদাসিধেভাবে চলবে কেন?

বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তারের বাসায় শনিবার (২৬ জুলাই) তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে এ ক্ষোভ প্রকাশ করেন সেলিমা রহমান।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ শিশু, যারা না ফুটতেই ঝরে গেলো। রাষ্ট্রের প্রথমে উচিত ছিল তাদের (নিহতদের) পরিবারের সঙ্গে কথা বলা।

প্রধান উপদেষ্টা একটা ফোন করতে পারতেন না”?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *