ঢাকা: রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অত্যন্ত কৌশলে ইসলামী জঙ্গীবাদকে প্রশ্রয় দেয়া হচ্ছে। এর পেছনেও মেটিকুলাস ডিজাইন’ কাজ করছে।
দেশের মানুষ নিয়ে ষড়যন্ত্র চলছে। গভীর ষড়যন্ত্র চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে।
তথাকথিত কিছু রাজনৈতিক দল এবং গোটাকয়েক অদৃশ্য শক্তি বসে কল কাঠি নাড়ছে আড়াল থেকে।
একদিকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। অপরদিকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত।
প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে, অথচ তারা কোনো দল করে না, সাধারণ মানুষ। এই মানুষদের চাঁদাবাজির নামে খুন করা হচ্ছে।
এবং এর দায় বিএনপি এড়াতে পারে না। এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার।
এই সরকার প্রকৃত অপরাধীকে না ধরে অন্য লোক ধরছে শুধু দেখানোর জন্য। অথচ অপরাধী হাতের নাগালেই।
বিএনপি- যুবদল পিটিয়ে খুন করছে মানুষ। ছিনতাই থেকে শুরু করে হেন কোনো অপকর্ম নেই যা বিএনপি জামাতের নেই।
সে জায়গায় দায় এড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ‘সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা। কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে, এ প্রশ্ন আমাদের সরকারের কাছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা। কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে, এ প্রশ্ন আমাদের সরকারের কাছে। তারা এখন আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে।’
পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ‘যে ঘটনাটি ঘটেছে, যাকে সরাসরি হত্যা করতে ভিডিওতে দেখা গেছে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করছে, একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে, প্রশাসনের কারো কারো প্রশ্রয় আছে।’
তবে এর দায় বিএনপি এড়াতে পারে না।