ঢাকা: ১২ জুন লন্ডনের সেন্ট জেমস’স প্যালেসে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন মুহাম্মদ ইউনূস।
পুরস্কারটি হচ্ছে ,’কিংস চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড’।
দ্য কিংস ফাউন্ডেশনের দেওয়া এই পুরস্কার ২০২৪ সালে পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার ১০ মাসের মাথায় ৯ জুন ১১তম বিদেশ সফরে যুক্তরাজ্যে গিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এ বছরের সম্মানজনক ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’-এর জন্য ড. ইউনূসকে মনোনীত করেছেন!
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী গত ৪ জুন সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধান উপদেষ্টা ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন।
এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্যও এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও দৃপ্ত ও উজ্জ্বল করবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, টেকসই সম্প্রদায় গঠন, প্রায়োগিক ও বাস্তবসম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্যবাহী শিল্প ও স্থাপত্যকলার লালন ও প্রসার এবং সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগসমূকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ১৯৯০ সালে রাজা তৃতীয় চার্লস তথা তখনকার প্রিন্স অফ ওয়েলস ‘দ্য কিংস ফাউন্ডেশন’ নামে যুক্তরাজ্যভিত্তিক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন।
গত বছর অর্থাৎ, ২০২৪ সালে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়নে অনবদ্য অবদান রাখায় ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুনকে সম্মানসূচক ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবার ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ‘দ্য কিংস ফাউন্ডেশন’ গত ২১ মে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা তাদের ওয়েব সাইটে প্রকাশ করেছে। কিন্তু এই তালিকার শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ড. ইউনূসের নাম খুঁজে পাওয়া যায়নি। ইউনূসের নাম কোথাও নেই।
প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস ২০২৫-এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশিত হয়েছে। এই বার্ষিক পুরস্কারটি দাতব্য প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী, স্নাতক, শিক্ষক, অংশীদার ও সহযোগীদের কাজ এবং অবদানের স্বীকৃতি ও উদযাপন হিসেবে প্রদান করা হয়, যার লক্ষ্য হলো টেকসই সমাজ গঠন এবং বিশ্বব্যাপী মানুষের জীবন পরিবর্তন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি জুন মাসে সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হবে।‘
দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারও সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠান আয়োজনের তথ্য জানিয়েছিল।
দ্য কিংস ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর এমার্জিং ট্যালেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম এবং রুয়াধ থমসন।
‘তরুণ উদ্যোক্তা’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে বার্নাবি হর্ন, জেকব মার্কস, এমা রোজ অ্যালেন এবং বেথ সামারভিলকে।
‘আন্তর্জাতিক প্রভাব’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো- ‘ফ্যাশন কাউন্সিল জার্মানি’, অলাভজনক উদ্যোগ ‘আকোজে রেসিডেন্সি’ এবং কমনওয়েলথভুক্ত পাঁচটি অঞ্চলের জাতীয় স্থাপত্য সংস্থাগুলোর সংগঠন- ‘কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস’।
‘অ্যাডভোকেট অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে এবার দ্য কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস পাচ্ছেন, ইতিহাস বিষয়ক লেখক অ্যালিস লক্সটন।
কিংস ফাউন্ডেশনের কর্মী টনি সিং এবং সাস্টেইনেবল ফুড ট্রাস্টের প্যাট্রিক হোল্ডেন।
‘কমিউনিটি পার্টনারশিপ অফ দ্য ইয়ার’ ক্যাটাগরিতে পুরস্তার দেয়া হচ্ছে তিনটি প্রতিষ্ঠানকে। ‘ভাইব্রেন্ট কমিউনিটি সার্ভিস (ভিসিএস)’, ‘স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন’ এবং ‘আউচিনলেক প্রাইমারি স্কুল’।
করপোরেট অফ দ্য ইয়ার পুরস্কার পাচ্ছে পোশাক, সরঞ্জাম ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘পাতাগনিয়া’, চা উৎপাদক প্রতিষ্ঠান ‘পুকা টি’।
যারা প্রতিবছর তাদের বিক্রির এক শতাংশ পরিবেশ সংরক্ষণে ব্যয় করছে এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদক প্রতিষ্ঠান ‘স্কটিশ পাওয়ার’।
এছাড়াও শিক্ষা পুরস্কার পাচ্ছেন তিনজন। ক্লাউডিয়া পেনারান্ডা ফুয়েন্তেস, সামান্থা বাকলি এবং রবার্ট ফসেট।
উদ্ভাবনী চর্চা ক্যাটাগরিতে পাকিস্তানের প্রথম নারী স্থপতি ইয়াসমিন লারি।
জেদ্দাভিত্তিক শিল্পী আম্মার জিমান এবং বিশ্ববিখ্যাত স্কটিশ প্রতিষ্ঠান’টিমারাস বিস্টিজ’ এ বছর পুরস্কার পাচ্ছে।
এই তালিকায় এক জায়গাতেও তো ইউনূসের নাম নেই। তাহলে কোথা থেকে কী হচ্ছে?
তাহলে এবার কোন সাফল্যের গল্পের নায়ক বানাতে চলেছেন নিজেকে ইউনূস?
তাহলে কি যেসব প্রতিষ্ঠান এবার পুরস্কার পাচ্ছে, সেগুলোর কোনোটি গোপনে তার নিজের প্রতিষ্ঠান?
সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তিনি রাজা চার্লসের হাত থেকে পুরস্কার নেবেন?