চট্টগ্রাম: স্ত্রী হত্যাকারীকে অবশেষে গ্রেপ্তার করা হলো।
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর মরদেহ ১১ টুকরো করে গুম করার চেষ্টার ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সুমন (৩৫)-কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
খুন করেই পলাতক হয়ে যান তিনি।
শুক্রবার রাতে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমনের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী গ্রামে।
গত ৯ জুলাইর ঘটনা এটি। রাতে নগরের রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একটি ভাড়া ফ্ল্যাটে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন সুমন।
নৃশংসভাবে হত্যার পর মরদেহ ১১টি টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন এবং নিরাপত্তাকর্মীর কথা অনুযায়ী বক্স খাটের ভিতরেও দেহের অংশ রেখেছিলেন। সেটা নিরাপত্তাকর্মী নিজের চোখেই দেখেছেন।
এবং আরো কিছু অংশ বাথরুমের কমোডে ফেলে দিয়ে পানির ফ্লাশ দিয়ে গুমের চেষ্টা করেন।
নিরাপত্তাকর্মীর ভাষ্যমতে, ঘরের বাথরুমে গিয়ে কমোডে সেই টুকরো দেখে ফেলেন এবং তার সন্দেহ হয়।
ঘটনার দিন রাতে ভবনের নিরাপত্তাকর্মী মশিউর রহমান ঘর থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ পেয়ে সন্দেহ হলে সুমনের বাসায় যান।
ভিতরে ঢুকেই তিনি রক্তের দাগ ও মরদেহের অংশবিশেষ দেখতে পেয়ে নিচে গিয়ে অন্যদের ডাকতে গেলে সুমন জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রী হত্যার দায় স্বীকার করেছেন।
তাঁদের সাংসারিক জীবনের ১০ বছর। তবে পারিবারিক কলহ লেগেই থাকতো।
অবশেষে এই কাণ্ড ঘটালেন হত্যাকারী স্বামী!